গর্ভবতী ও বুকের দুধ দানকারী নারীর কোভিড ভ্যাক্সিন, কোভিড টিকা: অন্তঃসত্ত্বা ও স্তন্যদায়ী নারীদের ঝুঁকি কতটা?

 

গর্ভবতী ও বুকের দুধ দানকারী নারীর কোভিড ভ্যাক্সিন

গর্ভবতী ও বুকের দুধ দানকারী নারীর কোভিড ভ্যাক্সিন


প্রেগন্যান্সির প্রথম তিন মাস টীকা গ্রহণ করা ব্যক্তির একান্ত নিজস্ব অভিমত।


গর্ভবতী ও দুধদানকারী নারীর জন্য টিকা নিরাপদ।

প্রেগন্যান্সির যেকোন সময় টিকা গ্রহণ করা যাবে।

ডেলিভারির ডেট এগিয়ে এলে তার কিছুদিন আগে টিকা না নিয়ে 

ডেলিভারির পর টিকা নেওয়া উচিত।


বুকের দুধ পান করানোর যেকোনো সময় টিকা গ্রহণ করা যাবে, এতে মা ও শিশুর ক্ষতির সম্ভাবনা নেই।


প্রসব ও প্রসব পরবর্তী হাসাপাতালে থাকা কালীন করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।


প্রেগন্যান্ট অবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে দুর্বল, ঝুঁকিও থাকে বেশি।


আমেরিকায় ১৩০০০০ গর্ভবতী মহিলা ও ইংল্যান্ডে ৪০০০ মহিলা টিকা গ্রহণ করেছেন এবং তাদের মাঝে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।


পূর্ব থেকেই যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের আগে টিকার আওতায় আনতে হবে।


উন্নত সকল দেশ গর্ভবতী ও ল্যাক্টেটিং মায়ের টিকার অনুমোদন দিয়েছে এবং টিকার আওতায় আনছে।


একটি টিকা বাঁচাতে পারে দুটি জীবন।

কোভিড থেকে বাঁচতে মাস্ক,শারীরিক দুরত্ব, টিকার বিকল্প নেই।

Tags

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies